পিডিএফকে ওয়ার্ডে রূপান্তর করা

27/03/2009 20:30

জনপ্রিয় ফাইল ফরম্যাট (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) পিডিএফ তৈরী করার বা পড়ার বিভিন্ন সফটওয়্যার রয়েছে কিন্তু পিডিএফ ফাইলকে ওয়ার্ডে রূপান্তর করার তেমন ভাল সফটওয়্যার নেই। তবে ফ্রি পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার দ্বারা সহজেই ওয়ার্ডে রূপান্তর করা যায়। এখানে পিডিএফ ফাইলের সকল পৃষ্ঠা বা নির্দিষ্ট কিছূ পৃষ্ঠা রূপান্তর করা যাবে। এছাড়াও ওয়ার্ডে টেক্স বক্স ব্যবহার করবেন কিনা বা সেপ এবং ইমেজ থাকবে কিনা তা পূর্বে নির্ধারণ করা যাবে। ১.০৭ মেগাবাইটের এই ফ্রি সফটওয়্যারটি www.hellopdf.com সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তবে বাংলা ফন্টের পিডিএফ ফাইল ঠিকমত রূপান্তর হয় না। সুতারাং আপনার কম্পিউটারে কোন পিডিএফ রিডার ইনষ্টল না করা থাকলেও আপনি তা ওয়ার্ডে রূপান্তর করে দেখতে পারবেন।

Search site

Contact

প্লাবন ঘোষ

আপনার মতামত দিন। মতামত দিতে মন্তব্য পৃষ্টায় গিয়ে লিখুন। মন্তব্য দেওয়ার আগে ওয়েব এর লিচের দিকের দেয়া ফরমটি পূরন করুন। আপনার কোন কিছু বুঝতে সমস্যা হলে তা ও যানান