Temp ফাইল মোছা

07/02/2009 22:49

আমারা যখন কম্পিউটারে software,games install করি আমাদের কম্পিউটারে Temp ফাইল জমা হতে থাকে। অন্য কারনেও Temp ফাইল জমা হয়। যা কম্পিউটার slow করে দেয়। তাই মাঝে মাঝে Temp ফাইল মুছে ফেলা  উচিত । Temp  ফাইল মুছার জন্য আপনাকে windows  এর start এ গিয়ে RUN সিলেক্ট করতে হবে। RUN এ  %temp%  লিখতে হবে। তারপর একটি window  আসবে  সেখান থেকে temp formet এর file গুলো   সিলেক্ট  করে ctrl+delete চাপ দিয়ে OK  দিতে হবে। তাহনে temp ফাইল মুছে যাবে। 

               capture_6

Search site

Contact

প্লাবন ঘোষ

আপনার মতামত দিন। মতামত দিতে মন্তব্য পৃষ্টায় গিয়ে লিখুন। মন্তব্য দেওয়ার আগে ওয়েব এর লিচের দিকের দেয়া ফরমটি পূরন করুন। আপনার কোন কিছু বুঝতে সমস্যা হলে তা ও যানান