ফাংশন

07/02/2009 22:11

c তে  ফাংশন কে দুই ভাগে ভাগ করা যায় :-

                   ১. Libary Function

                    ২.User- defined Function

আমারা  যে ফাংশন ব্যবহার করি না কেন তা কিভাবে কাজ করবে তা কম্পিউটার কে বলে দিতে হবে | আমরা আগে যে sanf(); ফাংশনটি ব্যবহার করেছি  তা কিভাবে কাজ করে  তা কম্পাইলার যারা তৈরি  করেছে তারা লিখে দিযেছে তাই আমরা scanf();  লিখলেই তা কাজ করে |এই ফাংশনকে  বলে  User-define Function ।

scanf();ফাংশনের প্রয়োজীয় তথ্য #include এই Header File  এ দেয়া আছে | তাই আমরা যে কোন ফাংশন ব্যবহার করি না কেন তার Prototype তথা প্রয়োজীয় তথ্য  প্রোগ্রামের শুরু তে দিতে হবে |

যেমন আমরা যদি printf(); আর scanf(); ফাংশন টি ব্যবহার করতে চাই তাহ্ললে নিচের মত লেখতে হবেঃ-

capture_5

এই ধরনের ফাংশন কে বলে Libary Fubction । অনেক সময় USER কে ফাংশন লিখতে হয় যা কম্পাইলারে তৈরি করে দেয়া থাকেনা এই ধরনের ফাংশন কে বলে User define Function ।

Search site

Contact

প্লাবন ঘোষ

আপনার মতামত দিন। মতামত দিতে মন্তব্য পৃষ্টায় গিয়ে লিখুন। মন্তব্য দেওয়ার আগে ওয়েব এর লিচের দিকের দেয়া ফরমটি পূরন করুন। আপনার কোন কিছু বুঝতে সমস্যা হলে তা ও যানান