c এর উৎপত্তি

09/02/2009 00:10

আমার এই ব্লগ আমি c এর বিভিন্ন দিক নিযে আলোচোনা করবো। কিন্তু সবার আগে আমাদের কে জানতে হবে c কোথাথেকে এলো। আসলে c  নাম তা এসেছে  Martin  Richards - এর ডেভেলাপ করা BCPL থেকে যা প্রাথমিকভাবে ইঊরোপে ব্যবহার করা হতো এবং পরে এর থেকে B নামে অপর একটি ল্যাংগুইয়েজ    ডেভোলাপ  করা হয়। এই B এরই উন্নয়নের  ফসল হচ্ছে c . c  এর  জনপ্রিয়তার জন্য ১৯৮৩ সালে  ANSI একটা কমিটি গঠোন করে যা সে সময়ে এর একটা মান ঠিক করে দেয়| এই মান সম্বলিত c  ই হলো ANSI C ।এখন সব c কম্পাইলার ANSI এর মান অনুযায়ী তৈরী । আমি আমার এই ব্লকে Turbo c  নিয়ে আলোচোনা করবো ।

 

 

Tags:

Search site

Contact

প্লাবন ঘোষ

আপনার মতামত দিন। মতামত দিতে মন্তব্য পৃষ্টায় গিয়ে লিখুন। মন্তব্য দেওয়ার আগে ওয়েব এর লিচের দিকের দেয়া ফরমটি পূরন করুন। আপনার কোন কিছু বুঝতে সমস্যা হলে তা ও যানান