Recycle Bin এর নাম দেওয়া

01/04/2009 23:55

 নাম দেওয়ার জন্য নিচের  মত অনুস্রন করুন ঃ-

  • প্রথমে  strat button ক্লিক করে  Run option যান।

  • টাইপ করুন  regedit.exe তারপর  enter চাপ দিন দেকবেন regedit editor আসবে।

  • regedit editor থেকে l open HKEY_CLASSES_ROOT ফোল্ডার টি সিলেক্ট করুন।

  •   এই ফোল্ডার থেকে CLSID ফোল্ডার  সিলেক্ট করুন

  •  এখান থেকে  {645FF040-5081-101B-9F08-00AA002F954E} নামের ফোল্ডার থেকে  ShellFolder নামের  ফোল্ডারটি সিলেক্ট করুন

  • এখান থেকে এই নামের Attributes  ওপেন করে এর value  "40 01 00 20" পরিবর্ত্তন করে "70 01 00 20". দিন।

  • এরপর কম্পিউটার   restart দিলে দেকবেন   Recycle Bin এর উপর  right  বাটন ক্লিক করলে দেকবেন rename option টি আসবে

 

 

Search site

Contact

প্লাবন ঘোষ

আপনার মতামত দিন। মতামত দিতে মন্তব্য পৃষ্টায় গিয়ে লিখুন। মন্তব্য দেওয়ার আগে ওয়েব এর লিচের দিকের দেয়া ফরমটি পূরন করুন। আপনার কোন কিছু বুঝতে সমস্যা হলে তা ও যানান