Yahoo Messenger-এ এক সাথে একাধিক id ওপেন করা

09/02/2009 01:41

 

আপনি ইচ্ছা করলে এক কম্পিউটার দিয়ে অনেক yahoo id login করতে পারেন। এর জন্য আপনাকে নিচের লেখা অনুসরন করতে হবেঃ-

১। start  গিয়ে টাইপ করুন  regedit এবং ওকে দিন।

২। দেখবেন একটি বক্স আসবে সেখান থেকে নিচের মত যেতে হবে

   HKEY CURRENT_USER ->SOFTWARE ->YAHOO->PAGE->TEST

৩। এভাবে যাওয়ার পর ডান দিকের ফাঁকা জায়গায় Right click করে new থেকে  Dword সিলেক্ট করতে হবে।

ফাইল টি  plural  নামে  save করেন । ফাইলটিতে  double click করে এর valu  0 থেকে 1  করে দেন।

এরপর  regedit  close করে দিতে হবে। এখন yahoo messenger  এর মধ্যে আমরা যত বার click করব তত বার yahoo messenger open  হবে। আমরা অনেক id একসাথে  login করতে পারব।

Search site

Contact

প্লাবন ঘোষ

আপনার মতামত দিন। মতামত দিতে মন্তব্য পৃষ্টায় গিয়ে লিখুন। মন্তব্য দেওয়ার আগে ওয়েব এর লিচের দিকের দেয়া ফরমটি পূরন করুন। আপনার কোন কিছু বুঝতে সমস্যা হলে তা ও যানান